Tuesday, December 9

রাজধানীতে নারীসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু


ঢাকা: রাজধানীর তুরাগ, পল্টন ও বনানী এলাকায় এক নারীসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন কুলসুম আক্তার (২৮), হারুন অর রশিদ (৫০) ও আরেক জনের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুরে ও গত সোমবার রাতে এসকল ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। জানা গেছে, রাজধানীর তুরাগ এলাকায় স্বামীর সাথে অভিমান করে কুলসুম আক্তার নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে উত্তরা আধুনিক হাসপাতাল থেকে কুলসুমের লাশ উদ্ধার করা হয়। সকালে বাচ্চাদের স্কুলের বেতন দেওয়াকে কেন্দ্র করে কুলসুম ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। পরে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এদিকে রাজধানীর পল্টন থানার জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ গেটের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পল্টন মডেল থানার পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ পাশের এক নম্বর গেটের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক (৬০) বছর। পুলিশের ধারণা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের অন্য কোন পরিচয় জানা যায়নি। অপরদিকে রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় হারুন অর রশিদ ওরফে আব্বাস নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বনানী থানার মহাখালীর দক্ষিণ পাড়ার জিপি ঝ ৩০/২ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, পারিবারিক কলহের কারণে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়