Wednesday, December 17

পাকিস্তানে স্কুলে জঙ্গি হামলা: ভারতের স্কুলগুলোতে ২ মিনিট নীরবতা


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য সব এমপিও ২ মিনিট নীরবতা পালন করেছেন বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। এর আগে গত রাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোনে শোকবার্তা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারকীয় ওই তালেবান হামলায় নিহতদের স্মরণে ভারতের সব স্কুলে ২ মিনিট নীরবতা পালনের আবেদনও জানান তিনি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে শিশুদের ওপর মঙ্গলবার বর্বর হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। প্রায় আট ঘণ্টার সেনা অভিযানে সব জঙ্গির মৃত্যুর মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে। শরিফকে শোক জানিয়ে মোদী বলেন, ‘ভয়াবহ এই ঘটনা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ভারত পাকিস্তানের পাশে আছে। আমরা হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ব। যাতে ভবিষ্যতের দিনগুলো এমন অন্ধকারাচ্ছন্ন না হয়’।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়