Wednesday, December 17

বিজিবি-মায়ানমার পুলিশ সম্মেলন শুরু


ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবির) অতিরিক্ত মহাপরিচালক ও মায়ানমার ডেপুটি চীফ অফ পুলিশ ফোর্স পর্যায়ে সীমান্ত সম্মেলন বুধবার সকাল ১১টায় রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে শুরু হয়েছে। সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক, নর্থ-ইস্ট রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দার, এনডিসি, পিএসসির নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, সাউথ-ইস্ট রিজিয়ন কমান্ডার, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। অপরদিকে, মায়ানমার পুলিশ ফোর্সের ডেপুটি চীফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল থিং উয়ের নেতৃত্বে ৬ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে। মায়ানমার প্রতিনিধিদলে মায়ানমার পুলিশ ফোর্সের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও অন্তর্ভুক্ত রয়েছেন। প্রথমবারের মতো গত জুন মাসে মায়ানমারের রাজধানী নাইপেদোতে বিজিবি মহাপরিচালক এবং মিয়ানমারের চীফ অব পুলিশ, মায়ানমার পুলিশ ফোর্স পর্যায়ে অনুষ্ঠিত ফলপ্রসূ সীমান্ত সম্মেলনের ধারাবাহিকতায় এবার ঢাকায় উভয় বাহিনীর মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক আরও বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা। সীমান্ত সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) পক্ষ থেকে যেসব বিষয়ে আলোচনা করা হবে, সেগুলো হলো- অবৈধ মাদক, নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচাররোধ, মহাপরিচালক পর্যায়ে মায়ানমারে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠক ও বিওপি কোম্পানী, ব্যাটালিয়ন, সেক্টর পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠকের আয়োজন, কোনরূপ পূর্ব-ঘোষণা, তথ্য প্রদান ছাড়া সীমান্তে বিজিপি সদস্যদের ফায়ারিংয়ের ঘটনা, মায়ানমারের নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, উভয় বাহিনীর মধ্যে খেলাধূলা, প্রীতি ম্যাচ আয়োজন ও প্রশিক্ষণ বিনিময়সহ আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। আগামী ২০ ডিসেম্বর সম্মেলনের যৌথ দলিল জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন (জেআরডি) স্বাক্ষরিত হবে এবং মায়ানমার প্রতিনিধিদল পরদিন মায়ানমারের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়