Monday, December 1

থাইল্যান্ডের টিভিতে অনন্ত


বিনোদন ডেস্ক: থাইল্যান্ডের টিভি চ্যানেল 'থাই টিভি থ্রি'তে আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চ্যানেলটির পক্ষ থেকে তার সাক্ষাৎকার ধারণ করা হয়। সাক্ষাৎকারে অনন্ত বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা, চলচ্চিত্রের আধুনিকায়ন ও চিত্রতারকা হিসেবে তার দীর্ঘ পথ-পরিক্রমা তুলে ধরেন। এ প্রসঙ্গে টেলিফোনে তিনি বলেন, 'বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বের যেখানেই যাই না কেন, বাংলাদেশ ও বাংলাদেশের চলচ্চিত্রের কথা সবার সামনে তুলে ধরতে ভুল করি না। পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের কীভাবে আরও উন্নতি সাধন করা যায় সে বিষয়েও থাইল্যান্ডের চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকদের সঙ্গে আলোচনা হয়েছে।' অনন্ত আরও বলেন, 'থাইল্যান্ডে বলিউডের ছবি মুক্তির দিন থেকেই প্রদর্শিত হচ্ছে। এখানে প্রচুর বাংলাদেশী ও বিদেশি পর্যটক প্রতিদিন আসছেন। আন্তর্জাতিক মানের বাংলাদেশী ছবি থাকলে সেটাও তারা দেখবেন বলেই আমার বিশ্বাস। আমরা যদি থাইল্যান্ডে বাংলাদেশী ছবি রফতানি করতে পারি তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা হবে আরও একটি সফলতার সোপান।' অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার এসএম সজীব জানান, অনুষ্ঠানটি শিগগিরই থাই টিভি থ্রিতে প্রচার হবে। বর্তমানে অনন্ত ব্যক্তিগত কাজে থাইল্যান্ডে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়