Thursday, December 4

সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার


কানাইঘাট নিউজ ডেস্ক: সব বাধা দুর হল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের । বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। এর আগে সাকিবের আচরণে সন্তুষ্ট হয়ে গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। অনাপত্তিপত্র ছাড়াই গত ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে রওনা হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব দেশ ছাড়ার পর টনক নড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর। অবশেষে লন্ডন থেকে সাকিবকে দেশে ফিরিয়ে আনা হয়। ৬ জুলাই সিপিএল না খেলেই দেশে ফিরে আসেন সাকিব। পরদিন সাকিব ইস্যুতে বৈঠক করে বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবকে ছয় মাস এবং দেড় বছরের জন্যে দেশের বাইরের লিগ খেলায় নিষেধাজ্ঞা আরোপ করে।= সাকিবকে কেন শাস্তি দেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘কেবল একটি এনওসি কিংবা কোচের সঙ্গে সাম্প্রতিক অশোভনীয় আচরণের কারণেই নয়, বহুবিধ কারণে সাকিব আল হাসানকে এই শাস্তি দিয়েছে বিসিবি। কারণ, দিন দিন তার ব্যবহারে অশোভনীয়তার মাত্রা বেড়েই চলেছে। দলের কোচ, অধিনায়ক কিংবা ম্যানেজমেন্টের প্রতি কোনো শ্রদ্ধাবোধই নেই তার।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়