Tuesday, December 30

থার্টিফার্স্ট নাইটে বিধি-নিষেধ


ঢাকা: ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর রাতে (থার্টিফার্স্ট নাইট) রাজধানীর উন্মুক্ত স্থানে সব ধরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ তথ্য জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে বাসায় ফিরে যেতে এবং যারা ওই সব এলাকার বাসিন্দা নন, তাদেরকে সেখান থেকে সড়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘ঢাবি এলাকায় প্রবেশে পরিচয়পত্র দেখিয়ে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হল। এছাড়া রাজধানীর সব রাস্তার মোড়, ফ্লাইওভার ও রাস্তায় কোনো ধরণের জমায়েত হওয়া যাবে না। রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না এবং কোনো ফ্লাইওভারে জমায়েত হওয়া যাবে না। কোথাও আতশবাজি ও পটকা ফুটানো যাবে না। তিনি আরও বলেন, প্রতিবছরই দেখা যায়- কিছু উশৃঙ্খল ব্যক্তি সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। এতে জনসাধারণের জীবনযাত্রা ব্যাহত হয় এবং আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা থাকে। তাই এ সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ কমিশনার বেনজীর বলেন, ‘ডিএমপি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। তাই ৩১ ডিসেম্বর রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশের সাহায্য গ্রহণ এবং পুলিশ সদস্যদের সহায়তার জন্য রাজধানীবাসীদের অনুরোধ করা হল।’ মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন প্রবেশের জন্য শুধু কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) ব্যবহার করা যাবে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, আমতলী ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, গ্রুপ-ফোর, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং যানবাহন প্রবেশে ব্যবহার করা যাবে না, তবে বের হওয়ার জন্য ব্যবহার করা যাবে।’ তিনি আরও বলেন, ‘একই সময় ঢাবি এলাকায় প্রবেশে ঢাবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা যানবাহন পুরানো হাইকোর্ট, দোয়েল চত্তর, শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট, পলাশীমোড় ব্যবহার করতে পারবে না। প্রবেশে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।’ একই সময় বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য অনুরোধ করেন তিনি। ডিএমপির নির্দেশনা পালন না করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়