ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বাদী নাজনীন আক্তার হ্যাপীর ফরেনসিক প্রতিবেদন প্রস্তুত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে একথা জানা গেছে। কী আছে ঐ রিপোর্টে সে ব্যাপারে মুখ খুলছেন কেউই। রিপোর্টটি বুধবার মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে।
হাসপাতাল সূত্র জানায়, মহাখালী ভিসেরা সেন্টার থেকে ইতোমধ্যেই হ্যাপীর রক্ত, লালাসহ বিভিন্ন ধরনের নমুনা পরীক্ষার প্রতিবেদন ফরেনসিক বিভাগে এসেছে। তবে এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগ থেকে হ্যাপীর বয়স নির্ণয়ের এক্সরে রিপোর্টটি মঙ্গলবার পর্যন্ত প্রস্তুত হয়নি।
তবে আজ সকালে প্রস্তুত হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এ ব্যাপারে হ্যাপীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, আমিও শুনেছি যে বুধবার প্রতিবেদনটি দেয়া হবে। জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. আখম শফিউজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।
গত ১৩ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৪ টায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় নিজেই হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
ওইদিন রাতেই তাকে নেওয়া হয় রাজধানীর তেজগাঁওয়ের মহিলা ভিকটিম সাপোর্ট সেন্টারে। পরের দিন রবিবার সকালে পুলিশি প্রহারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই চিত্র নায়িকার শারীরিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।
Tuesday, December 23
এ সম্পর্কিত আরও খবর
হঠাৎ কেন বাড়ল ওষুধের দাম * নিয়ম মানে না বেশিরভাগ কোম্পানি* কাঁচামাল ও ডলারের দাম বৃদ্ধির অজুহাত* ছোট দেশ থেকে কাঁচামাল
বিক্রি হয়ে যাবে বেক্সিমকোর যেসব কোম্পানি বেক্সিমকো গ্রুপের লোকসানে থাকা পোশাকশিল্প খাতের ১৬টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে অন্তর
চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের স্রষ্টা আবু জাফর ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-স
নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব : আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেছেন, নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সং
বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হ
দানবের পর মহাদানবের আবির্ভাব, এ কথা কেন লিখলেন চমক চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনে তাওহীদি জনতার বাধা এবং ঢাকায় শিল্প
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়