Thursday, December 4

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ২৫ মিনিট) কুয়ালালামপুর ত্যাগ করেন। ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত একেএম আতিউর রহমান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার জন্য মঙ্গলবার মালয়েশিয়া যান। প্রধানমন্ত্রীর এই সফরে জনশক্তি রফতানি, ভিসা প্রক্রিয়া শিথিল এবং পর্যটন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি চুক্তি, দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়