Thursday, November 27

ছেলে হত্যার প্রতিশোধ নিতে ২৫ তালেবান হত্যা মায়ের


কানাইঘাট নিউজ ডেস্ক: ছেলে হত্যার প্রতিশোধ নিতে এক আফগান মা দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ২৫ তালেবান সন্ত্রাসীকে হত্যা করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে। রেজা গুল নামে পরিচিত ওই নারীর ছেলেকে তালেবান সন্ত্রাসীরা ফারাহ প্রদেশের একটি গ্রামে হত্যা করে। তার ছেলে ওই গ্রামে মোতায়েন পুলিশ বাহিনীর একটি ছোট দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। সম্প্রতি এক বন্দুকযুদ্ধে ওই নারী এসব তালেবানকে হত্যা করেন। বন্দুকযুদ্ধে ওই আফগান মাকে সহযোগিতা করেন তার এক মেয়ে ও নিহত ছেলের স্ত্রী। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি বলেছেন, ওই আফগান নারীর বন্দুকযুদ্ধ তালেবান সন্ত্রাসীদের বিরুদ্ধে বিপ্লবের প্রতীক এবং এ ঘটনা প্রমাণ করছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘরে ঘরে তীব্র প্রতিরোধ গড়ে উঠছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশ সেদেশের সবচেয়ে অস্থিতিশীল এবং নিরাপত্তাহীন অঞ্চল হিসেবে পরিচিত। তালেবান সন্ত্রাসীরা প্রায়ই প্রদেশটির বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়