Thursday, November 27

২০১৬ সাল পর্যন্ত বিলম্ব হতে পারে থাই নির্বাচন


কানাইঘাট নিউজ ডেস্ক: থাইল্যান্ডের অর্থমন্ত্রী সোম্মাই পাসী বলেছেন, দেশটির নির্বাচন ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত বিলম্ব হতে পারে। সামরিক কর্মকর্তারা যেকোনও সময় সামরিক আইন তুলে নেয়ার বিষয়টি নাকচ করে দেয়ার কয়েকদিন পর তিনি এ কথা জানালেন। এর আগে প্রধানমন্ত্রী প্রাউথ চ্যান-ওচা বলেছিলেন, তার সরকার ২০১৫ সালের অক্টোবর নাগাদ নতুন করে নির্বাচন করবে বলে আশা করছে। ছয় মাস আগে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর তিনি একথা বলেন। এদিকে দেশে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহল তার প্রতি আহবান জানিয়েছে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সোম্মাই বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর গত সপ্তাহে আলোচনা হয়েছে। এসময় তিনি নির্বাচন কমপক্ষে ১৮ মাস বিলম্ব হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন। জান্তা প্রধান ও প্রধানমন্ত্রী দেশের অনেকদিনের রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন। দেশে এ রাজনৈতিক অস্থিরতায় প্রায় ৩০ জন প্রাণ হারায়। উল্লেখ্য, গত ২২ মে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়