Sunday, November 30

চীনে ১৯ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক শিক্ষক


কানাইঘাট নিউজ ডেস্ক: চীনে ১৯জন প্রাথমিক স্কুল শিক্ষার্থীকে যৌন অত্যাচারের অভিযোগে ৬০ বছর বয়সী এক শিক্ষককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। চীনের শিক্ষা ব্যবস্থার জন্যে এটি ভয়ানক দুঃখজনক সংবাদ। চীনের হুনান প্রদেশের রাজধানী ইইয়াং শহরে বাজিসাও টাউনশিপ স্কুলে শিক্ষকতা করতেন অভিযুক্ত শিক্ষক জাও। অবসর গ্রহনের পর থেকে তিনি গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের শিক্ষার্থীদের বিজ্ঞান পড়াতেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাজিসাও টাউনশিপ স্কুলের ১৯জন ছাত্রীকে যৌন নিপীড়ন করেন ওই শিক্ষক। ওই শিক্ষকের কাছে পড়ে এমন ২৬জন ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। যাদের বয়স ৮-১১ বছরের মধ্যে। এসব শিশুদের মনোবিদের সঙ্গে পরামর্শের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায়, জেলা শিক্ষা ব্যুারো এরইমধ্যে ওই স্কুলের প্রধান শিক্ষককে বহিষ্কার করেছেন। তবে এতোদিন ধরে শিক্ষা ব্যুারোর নজরদারির মধ্যে কিভাবে যৌন নিপীড়নের ঘটনা ঘটছিলো সে সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে চীনের আনহুই প্রদেশের এক আদালত ৫জন স্কুল শিক্ষককে ধর্ষণ এবং ছয়জনকে যৌন নিপীড়নের অভিযোগে মৃত্যুদ-ের আদেশ দেন। এর আগে বেইজিংয়ের পেকিং ইউনিভার্সিটি এক বিদেশি শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে অভিযুক্ত প্রফেসরকে বরখাস্ত করেন। ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেনছিলেন, তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করা হয়েছিলো। এক হিসেবে দেখা যায়, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত চীনে আট হাজার ৬৯জন শিশু নিপীড়নের শিকার হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়