Monday, November 24

খেলনা অস্ত্র রাখায় মার্কিন কিশোরকে গুলি করে হত্যা!


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: ১২ বছর বয়সী এক কিশোর খেলনার অস্ত্র রাখার অভিযোগে তাকে গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্রের ক্লেভল্যান্ড শহরের পুলিশ। পুলিশ জানায়, ওই কিশোরকে হাত উপরে তুলতে বললে সে পুলিশের নির্দেশ অমান্য করে। এমন পরিস্থিতি দুজন পুলিশ কর্মকর্তা গুলি চালায়। এদের মধ্যে একজন কর্মকর্তা এক বছর আগে স্থানীয় ফোর্সের সঙ্গে যুক্ত হন এবং অপরজন প্রায় দশ বছর ধরে কর্মরত রয়েছেন। ওই কিশোর খেলনা আগ্নেয়াস্ত্রটি নিয়ে মানুষজনকে ভয় দেখাচ্ছিল বলে জানা গেলেও এর কোনো সত্যতা মেলেনি। পুলিশের দাবি, যদিও এটি খেলনা আগ্নেয়াস্ত্র ছিলো, তবে ওইটি প্রকৃত আগ্নেয়াস্ত্রও তো হতে পারতো। এদিকে ক্লেভল্যান্ডের ডেপুটি পুলিশ প্রধান এডওয়ার্ড টোম্বা বলেন, ‘অস্ত্র ফেলে দেওয়ার জন্যে প্রথমে ছেলেটির পায়ে গুলি করা হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিলে মৃত্যু হয়। তবে ওই কিশোর মৌখিকভাবে কাউকে কোনো হুমকী দেননি এমনকি কর্মকর্তাদের দিয়ে অস্ত্রও তাক করেনি।’ পুলিশ আগ্নেয়াস্ত্রটি সম্পর্কে জানায়, ‘এয়ারসফট’ অস্ত্রের সদৃশ ছিলো ওই খেলনা আগ্নেয়াস্ত্রটি। ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়