Saturday, November 15

১৫ আগস্টের ঘটনায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি


ঢাকা : ১৫ আগস্টের ঘটনায় বাংলাদেশের জনগণের আকাঙ্খা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর ক্ষমতা দখল করেছিলেন খন্দকার মোস্তাক। এই মোস্তাক ছিলেন আওয়ামী লীগের নেতা। তাই দেশ ও মানুষের পরিবর্তন হয়নি। এরপর ৩ নভেম্বর আরও একটি ক্যু হয়েছিল। এই ক্য’র পর ক্ষমতা দখল করেন খালেদ মোশাররফ। ফলে এরপরও দেশে কোন পরিবর্তন সম্ভব হয়নি। কিন্তু দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব হয়েছিল ৭ নভেম্বর সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে। বিএনপি রাজাকারের দল, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জামায়াতের সাথে বিএনপি’র জোট আছে বলেই বিএনপিকে রাজাকার বলছেন। আপনারাতো স্বৈরাচারের সাথে জোট বেঁধেছেন, তাহলে কি আওয়ামী লীগ স্বৈরাচারের দল? বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপিকে নিয়ে জয় যে বক্তব্যে দিয়েছেন তা সম্পূর্ণ যুক্তিহীন এবং এর কোন ভিত্তি নেই। আর তার কথার কারণগুলোও সঠিক নয়। একই সাথে জয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচারের সঙ্গ ত্যাগ করে কথা বলুন। আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জাফরুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়