Sunday, November 23

আইফোনেই থাকছে ডিএসএলআর ক্যামেরা


তথ্য প্রযুক্তি ডেস্ক: ছবি তুলতে ভালবাসেন। ইচ্ছা রয়েছে একটি ডিএসএলআর ক্যামেরা কেনার। আবার একটি ফোন কেনাও দরকার হয়ে পড়েছে। কিন্তু দু’টি কেনার মত বাজেট এখন আপনার পকেটে নেই। এই অবস্থায় আপনি কী করবেন। তাহলে আপনাকে অনুরোধ, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ডিএসএলআর ক্যামেরা, মোবাইল একসঙ্গেই পাবেন। এটি কোনও “বাই ওয়ান গেট ওয়ান অফার” নয়। বাজারে এমনই ফোন আনছে জনপ্রিয় সংস্থা অ্যাপল। আইফোনেই এবার মিলবে ২১ মেগাপিক্সেলের ডিএসএলআর ক্যামেরা। জনপ্রিয় অনলাইন টক শো ‘ডেয়ারিং ফিয়ারবল’ সূত্রে এমনটিই জানা গেছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে তাদের এই ফোন। তবে ফোনটির দাম কত হবে তা এখনও জানানো হয়নি। এতদিন আইফোন-৬ সিরিজের ফোনগুলিতে ৮ মেগাপিক্সল পর্যন্ত ক্যামেরা মিলেছে। ডেয়ারিং ফায়ারবলস-এর জন গ্রাবার বলেন, “অ্যাপল সূত্রে আমার কাছে খবর রয়েছে যে পরবর্তী প্রজন্মের আইফোনে ক্যামেরার গুণগত মান এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।” তিনি আরও জানান, “আইফোনের আগামী ভার্শনে অ্যাপল সংস্থা টু লেন্স সিস্টেমও আনতে চলেছে। অর্থাৎ ফোনের পেছন দিকে থাকতে চলেছে দু’টি ক্যামেরার লেন্স। যার ফলে আইফোনে ডিএসএলআর এর মত ছবি তোলা যাবে বলেই অনুমান অ্যাপলপ্রেমীদের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়