ঢাকা: দ্বিতীয় দফায় ক্যামেরা পদ্ধতিতে সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প বিষয়ক আঞ্চলিক সহযোগিতায় ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আগামী জুন পর্যন্ত চলবে এই গণনা।
এবারের বাঘ গণনায় ৩০ জন মাঠকর্মী কাজ করবেন। গণনার জন্য ব্যবহার করা হবে ৮৯টি ক্যামেরা।
ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট ও ন্যাচার কনজারভেশনের দায়িত্বে নিয়োজিত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জাহিদুল কবির এ তথ্য জানান।
ইতিমধ্যে সুন্দরবনের অভয়ারণ্য নীলকোমল এলাকায় পৌঁছে গেছে বাঘ গণনার কাজে নিয়োজিত কর্মীরা।
আগামীকাল (মঙ্গলবার) বনে আনুষ্ঠানিকভাবে বাঘ গণনার জন্য বিশেষ ধরনের ক্যামেরা বসানোর কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
দু’বছর মেয়াদী এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা।
এর আগে সুন্দরবনে ক্যামেরা ট্রাপড বাঘ গণনার প্রথম ধাপ শেষ হয় গত এপ্রিলে।
এ সময় বাঘের চলাচল ও ছবি ধারণের জন্য সুন্দরবনের বিভিন্ন স্থানে ৮৯টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিলো।
প্রতিটি ক্যামেরা একটানা বিশ দিন ধরে প্রায় তিনশ বর্গ কিলোমিটার এলাকার ছবি ধারণ করতে সক্ষম।
জাহিদুল কবির আরও জানান, প্রথম পর্যায়ের গণনার ফলাফল ঘোষণা করা হবে না। ধারণকৃত ছবি বিশ্লেষণের পর বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণ করা হবে।
বাংলাদেশ টাইগার অ্যাকশন প্লান ২০০৯-২০১৭, ন্যাশনাল টাইগার রিকভারি প্রোগ্রাম ও বন আইন-২০১২ সংশোধনসহ বাঘ সংরক্ষণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
বাঘ গণনা শেষে হরিণ ও অন্যান্য বন্য প্রাণীও গণনা করা হবে বলে জানান জাহিদুল কবির।
২০০৪ সালের এক জরিপে দেখা গেছে, সুন্দরবনের বাংলাদেশ অংশে ৪৪০টি বাঘ রয়েছে। ভারত অংশে রয়েছে ২১৭টি বাঘ। ইউএনডিপি পদচিহ্ন ব্যবহার করে এই গণনা করে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে ৪৫৩টি বাঘ ছিলো। ১৯৮৫ সালে এই সংখ্যা দাঁড়ায় ৪৫০টি।
তবে খাদ্য ও কৃষি সংস্থা পরিচালিত এক জরিপে বলা হয়েছে, বাংলাদেশে বাঘের সংখ্যা ৩৬৯টি।
Monday, November 10
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব : আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেছেন, নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সং
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার, নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের স
বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার বন্ধে মেটার প্রতি আহ্বান ইউনূসের প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টের গণঅভ্যুথানকে অবমূল্যায়নে কয়েকটি দেশ থেকে চালান
নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সুরমা নদীর তীরে অস্থায়ী সবজির বাজারের ছবি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক
টানাপড়েনের মধ্যে ঢাকায় আজ বসছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে বাংলাদেশে-ভারতের মধ্যে সম্পর্কে চির ধরে। চলছে নানা টানাপড়েন। এর
২২ মার্চ কানাইঘাটকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়