Monday, November 24

আল শাবাবের ১০০ জঙ্গি নিহত, কেনিয়ার দাবি


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: একটি বাসে চালানো প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত একশ’রও বেশি আল শাবাব জঙ্গিকে কেনিয় সেনাবাহিনী হত্যা করেছে বলে দাবি করেছেন দেশটির উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটো। রুটো বলেন, কেনিয়ার সশস্ত্র বাহিনী সোমালিয়ায় দুটি অভিযান চালিয়ে আল শাবাবের রসদ ও একটি শিবির ধ্বংস করেছে। এই শিবিরটি থেকেই বাসে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে রুটোর দাবি অস্বীকার করে আল শাবাব জানায়, তাদের যোদ্ধারা নিরাপদে আছেন। শনিবার উত্তর কেনিয়ায় একটি বাস থেকে যাত্রিদের নামিয়ে অমুসলিম ২৮ যাত্রিকে হত্যা করে বন্দুকধারীরা। ২০১১ সালে আল শাবাবের সঙ্গে লড়াইয়ে সোমালিয়াকে সহায়তা করার জন্য সেনা পাঠায় কেনিয়া। তারপর থেকে কেনিয়ায় ধারাবাহিক হামলা চালানো শুরু করে জঙ্গিগোষ্ঠিটি। কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কেনিয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর জঙ্গি বিমান কেনিয়া-সোমালিয়া সীমান্তে জঙ্গিদের উপর হামলা চালিয়েছে এবং সোমালিয়ায় আল শাবাবের দুটি শিবিরে হামলা চালিয়েছে, এতে মোট ১১৫ জন আল শাবাব জঙ্গি নিহত হয়েছেন। পাল্টা এক বিবৃতিতে আল শাবাব কেনিয় সরকারের দাবিকে ‘অবাস্তব’ উল্লেখ করে তাদের যোদ্ধারা কোনো ধরনের হামলার মুখে পড়েনি বলে দাবি করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়