Thursday, November 27

হজে আগ্রহীদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ জানুয়ারি


ঢাকা: আগামী বছর হজ পালনে আগ্রহীদের ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শেষ করতে হবে বলে জানিয়েছেন ধর্ম সচিব চৌধুরী মো. আবুল হাসান। বৃহস্পতিবার ধর্মমন্ত্রণালয়ে আগামী বছরের হজ ব্যবস্থাপনা বিষয় এক আন্ত:মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ধর্ম সচিব বলেন, রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। যা শেষ হবে ৩০ ডিসেম্বর। এর পরে আর কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবেন না। রেজিস্ট্রেশন করতে না পারলে তিন হজেও যেতে পারবেন না। রেজিস্ট্রেশনের সময়েই এমআরপি (মেশিন রিডেবল) পাসপোর্ট জমা দিতে হবে। তিনি আরো বলেন, আগামী বছরের সকল অর্থিক লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে। পাশাপাশি গত বছরের চেয়ে হজের খরচ কিছুটা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের বলেন, চলতি বছর ২১ টি এজেন্সির ৩৯৮ জনের হজ পালনের অনিশ্চয়তা ছিল যা সরকারের উদ্যোগে সম্পন্ন করা হয়েছে। সৌদি সরকারের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে সেই সব এজেন্সির বিরুদ্ধে দোষ অনুয়ায়ী ব্যবস্তা গ্রহণ করা হবে। এছাড়াও এখনো যারা সৌদি থেকে দেশে ফিরে আসেনি, সে বিষয়েও ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে সৌদি আরব। তারপরেই সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়