Sunday, November 30

ঢাকার সাথে সীমান্ত চুক্তি কার্যকর হবে : মোদি


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামে গিয়ে বলেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন বন্ধ করার লক্ষ্যেই তিনি ঢাকার সাথে সীমান্তে ভূমি বিনিময় চুক্তি কার্যকর করবেন। তার দল বিজেপির এক কর্মী সভার ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, এটি করলেই আসামে অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে। তাকে উদ্ধৃত করে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এবং রয়টার্স এই খবর দিচ্ছে। মি. মোদি বলেন, ‘এই ভূমি বিনিময় চুক্তি নিয়ে আসামের মানুষের মনোভাব আমি জানি। আমি আপনাদের আশ্বস্ত করছি আসামের নিরাপত্তার সাথে কোনো আপোষ করা হবে না। চুক্তি হলে তাৎক্ষণিক কিছু লোকসান হলেও, আখেরে আসাম লাভবান হবে।’ বাংলাদেশের সাথে স্থলসীমা চুক্তি কার্যকর হলে, আসামের ভেতর অপদখলীয় কিছু ভূমি বাংলাদেশকে দিয়ে দিতে হবে। এ নিয়ে স্থানীয় বিজেপিসহ আসামের জাতীয়তাবাদী দলগুলোর মধ্যে তীব্র আপত্তি রয়েছে। মি. মোদি বলেন, তার সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্ত রাস্তা চিরতরে বন্ধ করে দেবে। দিল্লিতে আটকে গেছে চুক্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়