Friday, October 31

মুক্তিযোদ্ধার বয়স পুনর্নির্ধারণ হচ্ছে


ঢাকা: ব্যাপক প্রতিক্রিয়ার মুখে মুক্তিযোদ্ধার বয়স (মুক্তিযুদ্ধকালীন) পুনর্নির্ধারণ করা হচ্ছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য নূ্যনতম বয়স ১৩ বছর নির্ধারণ করা হতে পারে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) আগামী সভায় পুনর্নির্ধারিত বয়স চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এদিকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনের সময়সীমা দু-এক দিন বাড়ানো হতে পারে। পূর্বনির্ধারিত সময়সীমা অনুসারে আজ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য নূ্যনতম বয়সসীমা পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। জামুকার পরবর্তী সভায় আলাপ-আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন, বয়স যা-ই নির্ধারণ করা হোক না কেন, এ কারণে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বঞ্চিত হবেন না। জামুকার পরবর্তী সভা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলে জানা গেছে। গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত জামুকার ২৫তম সভায় ১৯৭১ সালে যাঁদের বয়স নূ্যনতম ১৫ বছর ছিল, তাঁদেরই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সভায় মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং ক্রাইটেরিয়াও নির্ধারণ করা হয়। এর পরই নূ্যনতম বয়সের বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বীরপ্রতীক খেতাব পাওয়া ১৩ বছর বয়সী শহীদুল ইসলাম লালু, ১৪ বছর বয়সী তারামন বিবি ও আবু সালেকদের মুক্তিযোদ্ধার স্বীকৃতির কী হবে- এ নিয়ে প্রশ্ন ওঠে। অনেক মুক্তিযোদ্ধা দাবি করেন, মুক্তিযুদ্ধকালে তাঁদের বয়স ১৫ বছরের বেশি হলেও এসএসসির সার্টিফিকেটে তাঁদের বয়স কম দেখানো হয়েছে। এসব কারণে ওই সভার সিদ্ধান্ত এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি হয়নি। এদিকে জামুকার সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ২৪তম সভার সিদ্ধান্ত অনুসারে একাত্তরের ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণকারীদের ভারতীয় তালিকা, মুক্তিযোদ্ধা সংসদের লাল মুক্তিবার্তায় প্রকাশিত তালিকা ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ ব্যতীত অন্য সব মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাইয়ের কাজ নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা। এখনো যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হননি তাঁদের আবেদনও একই সঙ্গে যাচাই-বাছাই হওয়ার কথা। মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনের সময়সীমা আজ (৩১ অক্টোবর) শেষ হচ্ছে। জমুকার মহাপরিচালক শ্যামাপদ দেব জানান, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে এক লাখ সাত হাজার আবেদন জমা পড়েছে। হাতে হাতে জমা পড়েছে আরো প্রায় ১০ হাজারের মতো আবেদন। এই আবেদনগুলো উপজেলা যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে কি না জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, যেহেতু নির্দিষ্ট সময়সীমার মধ্যে এক দিন হরতাল পড়েছে, এ ছাড়া ডাকে আসা আবেদনও পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে, তাই আবেদন গ্রহণের সময়সীমা আরো দু-এক দিন বাড়ানো হতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়