Friday, October 24

বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ ড্র


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ফুটবল দু ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশ দল মাঠে ভাল খেলেও ড্র নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। এসএস স্টিল প্রীত ফুটবল ম্যাচের প্রথমটি যশোহর শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দীর্ঘ চার বছর পর দু দল খেলতে নামে। খেলার ১৭তম মিনিটে ১-০ তে এগিয়ে গিযেছিলো লাল সবুজের বাংলাদেশ। মুন্নার ক্রস থেকে ভেসে আসা বলে মাথা ছুইয়ে বল জালে জড়ান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। কিন্তু কিছু ক্ষণের ভেতর সমতায় ফেরে লংকানরা। বাংলাদেশের ডি-বক্সের সামান্য দূর থেকে ফ্রি কিক পায় লংকানরা। সেখান থেকে গোল আদায় করে সমতায় ফেরান মিডফিল্ডার নালাকা রোশান। প্রধমার্ধে আরো দুটো সুযোগ পেয়েছিলেন এমিলি। কিন্তু সেখান থেকে গোল আদায় করতে সক্ষম হননি। এর ফলে দীর্ঘদিন পর লংকানরা ড্র করতে সক্ষম হয়। এক্ষেত্রে সফল বলা চলে লংকান গোলরক্ষক সুজান পেরেরা। এছাড়া ম্যাচের ৮৮ মিনিটে বদলী খেলোয়াড় তকলিস গোল রক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তার কোনাকুণি শট গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়। এর ফলে ম্যাচ দেখতে আসা কয়েক হাজার দর্শককে ফলাফলহীন ম্যাচই উপহার দেন দুদল। photo 14 বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর রাজশাহীতে। এর আগে এ দুদল ১২ বার মুখোমুখি হয়। এর ভেতর ৮টি জিতেছিলো বাংলাদেশ আর ৩টি শ্রীলঙ্কা বাকিটি ড্র। দীর্ঘ চার বছর পর শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ২০১০এ ৩-০গোলে হেরেছিলো বাংলাদেশ। মূলত: আগামী বছর ভারতের ঝাড়খন্ডে অনুষ্ঠিত সাফ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে লংকানরা বাংলাদেশে খেলতে এসেছে। বাংলাদেশ দলের নতুন কোচ সাইফুল বারি টিটু মাত্র ১০দিন কোচিং করাতে পেরেছেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রইফ এবং তার সহকারী রেনে কোস্টারকে সন্মানজনক বিদায় করার পর দেশের অভিজ্ঞ কোচ টিটুকে জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়। শুক্রবার যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে বেলা তিনটা ২৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করে বিটিভি ওয়ার্ল্ড।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়