Wednesday, October 29

অনলাইনে চাকরির খোঁজ…


তথ্য-প্রযুক্তি ডেস্ক : কোথায় কোন চাকরির সুযোগ রয়েছে, তার জন্য ঘোরাঘুরির দিন শেষ অনেক আগেই। প্রযুক্তির যুগে যে কোনো মুহূর্তে অনলাইনেই খুঁজে নেওয়া যায় পছন্দের চাকরির সন্ধান। ফলে কোন প্রতিষ্ঠানে কখন, কী কাজে, কোন বিষয়ে লোক চাচ্ছে, তা জানতে সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন ছাপার অপেক্ষায়ও আর থাকতে হয় না। প্রযুক্তি ব্যবহার কারীদের জন্য এক্ষেত্রে বরং ইন্টারনেটে আমাদের দেশের চাকরি বিষয়ক পোর্টালগুলোই যথেষ্ট। চাকরির প্রাথমিক আবেদনও এখন নেওয়া হচ্ছে অনলাইনেই। অনেক প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশীদের আবেদনসহ প্রায় পুরো প্রক্রিয়া শেষ করছে অনলাইনের মাধ্যমে। চাকরি প্রত্যাশীদের জন্য প্রয়োজনীয় কয়েকটি ওয়েবসাইট হচ্ছে: বিডিজবস (www.bdjobs.com) প্রথম আলো জবস (www.prothom-alojobs.com) জবসএ১ (www.jobsa1.com) লুজ মাঙ্কিস (http://bd.loosemonkies.com) জবস বিডি (www.jobsbd.com) আমার ক্যারিয়ার (www.amarcareer.com) জবস ইন বিডি (www.jobsinbd.com) চাকুরি মেলা (www.chakrimela.com) দেশীজবস (www.deshjobs.com) অলজবস বিডি (www.alljobsbd.com) জবস বাংলাদেশ (www.jobsbangladesh.com) বিডি জবস টুডে (www.bdjobstoday.com) আলোকিত জবস (www.alokitojobs.com) ফিমেল জবস (www.femalejobs.com.bd) শুধু মহিলাদের জন্য।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়