সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় আব্দুল আলী (৪০) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলী কোম্পানীগঞ্জ সদরের মনাফ আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে কাটাখাল এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হলে আবদুল আলীকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কীভাবে কিংবা কী কারণে খুনের ঘটনা ঘটেছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি ওসি দেলোয়ার।
এ ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়