স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেত্রী অনেক হুমকি-ধমকি দিচ্ছেন। উনি নাকি সরকার উৎখাত করবেন। ওনার পায়ের তলাতেই তো মাটি নেই।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনিবাহী পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণের ক্ষতি যদি কউ করতে চায় তাহলে অবশ্যই তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা দেশের মানুষের পাশে আছি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তিনি (খালেদা) সরকার উৎখাতের ডাক দিচ্ছেন, অথচ তার পায়ের তলারই মাটি সরে যাচ্ছে, কিন্তু তিনি তা টের পাচ্ছেন না।
হজ, তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের কারণে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ বৈঠক ডাকা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়