Wednesday, September 3

কানাইঘাটে মা সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
 আজ বুধবার কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ে এস.ই.এস.পিও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় ছোটদেশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজম্মিল আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরিফ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, বড়দেশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, বীরদল এন.এম.একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জার উল্লাহ, ব্রাক ওয়াশের সিনিয়র ম্যানেজার হাবিবুর রহমান, সাংবাদিক আব্দুন নুর প্রমুখ। মা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, পৃথিবীর সবচেয়ে বড় পাঠশালা বাড়ী, সেই বাড়ীর প্রধান শিক্ষক হচ্ছেন মা। সন্তান তার মায়ের কাছ থেকেই সর্বপ্রথম শিক্ষা নেয়। মায়েদেরকে আরো সচেতন করে তোলার জন্য আজকের এই মা সমাবেশে আমরা মিলিত হয়েছি। মা তার সন্তানদের প্রতি মমতাসুলভ আচরণ দিয়ে অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রেখে একেকজন মা তার সন্তানদেরকে আগামী দিনের দেশের একেকজন কর্ণধার হিসেবে উপহার দিতে পারেন। বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনিই তথ্য প্রযুক্তির আরেকটি দিক হচ্ছে মোবাইল ফোন। যাতে করে এই মোবাইল ফোনের মাধ্যমে আগামী দিনের প্রজন্মরা কোনভাবেই অপব্যাবহার করতে না পারে সেদিকে সবচেয়ে বেশিই দায়িত্ব পালন করবেন মায়েরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়