Friday, September 5

খিলগাঁও থানার ওসিকে প্রত্যাহার


স্টাফ রিপোর্টার: খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে কর্তব্যে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাতে গুলি করে শরিফ হোসেন ওরফে সায়মন (৩২) নামের এক ব্যাবসায়ীকে হত্যা করে তার কাছে থাকা ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তার বাবা ইসরাইল হোসেন (৫৫)। এ ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়