কানিউজ ডেস্ক: শনিবার ভিলা পার্কে জ্বলে উঠল আর্সেনাল ৷ আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা ইংলিশ প্রিমিয়র লিগে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ৷ দলের হয়ে গোলগুলি করেন মেসুট ওজিল ও ড্যানি ওয়েল ব্যাক ৷ এই ম্যাচ জয়ের পরে ইপিএল লিগ টেবিলে চার নম্বরে উঠে এল অর্সেনাল ৷
এদিন শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে আর্সেনাল ৷ ৩২ মিনিটে ওজিলের গোলে এগিয়ে যায় ওয়েঙ্গারের ছেলেরা ৷ দু’মিনিট পরে ফের গোল করেন ওয়েলব্যাক ৷ দু’গোলের ধাক্কা সহ্য করতে পারেনি ভিলা ৷ ওজিলদের আক্রমণের ঠেলায় রক্ষণে ভুল করে বসে ভিলা ৷ আত্মঘাতী গোল করে আর্সেনালের পক্ষে ব্যবধান বাড়িয়ে দেন এ সিসোকোহো ৷ বিরতির সময় তিন গোলেই এগিয়ে ছিল ওয়েঙ্গারের দল ৷ বিরতির পরে আক্রমণ গড়লেও আর গোলের ববধান বাড়াতে পারেনি আর্সেনাল ৷
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়