কানিউজ ডেস্ক : প্রাণঘাতী এবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন পশ্চিম আফ্রিকায় ৩ হাজার সেনা সদস্য মোতায়েন করবে। সে লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, পশ্চিম আফ্রিকায় প্রতি সপ্তাহে ৫০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া এবং এবোলা আক্রান্ত দেশগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ১৭টি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র প্রতিষ্ঠায় কাজ করবেন সেনা সদস্যরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। আটলান্টার কেন্দ্রীয় সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এ এবোলা মোকাবেলায় তার পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেনা সদস্যরা এবোলা মোকাবেলায় ওষুধপত্র, চিকিৎসা ও আনুষঙ্গিক প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করবেন। এ মহামারীতে আক্রান্ত রোগীকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করতে ও তাদের চিকিৎসায় শয্যা সংখ্যা বাড়ানোর দিকে বিশেষ নজর দেয়া হবে।
খবর বিভাগঃ
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়