স্টাফ রিপোর্টার : দলছুট ১১টি খণ্ডিত অংশ নিয়ে নতুন জোটের ঘোষণা দেবেন ন্যাশনাল পিপসল পার্টি (এনপিপি)-র একাংশের সভাপতি শেখ শওকত হোসেন নিলু। আগামী ২৫শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামের নতুন জোটের ঘোষণা দেবেন তিনি। নতুন ওই জোটের নেতৃত্ব দেবেন নিলু। ওই জোটে ২০ দল থেকে বিভিন্ন সময় বহিষ্কৃত ও বেরিয়ে আসা ৫টি খণ্ডিত অংশের নেতারা যোগ দেবেন। বিভিন্ন দলের খণ্ডিত অংশগুলো হলো- শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে এনপিপি, আলমগীর মজুমদারের নেতৃত্ব এনডিপি, সেকান্দার আলীর নেতৃত্বে লেবার পার্টি, এমএ রশিদের নেতৃত্বে ইসলামিক পার্টি ও শেখ আনোয়ারুল হকের নেতৃত্বে ন্যাপ ভাসানী। এছাড়া নতুন এ জোটে যোগ দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ইসলামী সমমনা কয়েকটি দলের খণ্ডিত অংশ। উল্লেখ্য, গত রমজানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনের ইফতার পার্টিতে অংশ নেয়ায় শেখ শওকত হোসেন নিলুকে এনপিপির চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করেন দলের মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ। একই সঙ্গে নিজেকে এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তিনি। ওদিকে ড. ফরহাদকে পাল্টা বহিষ্কার করে ২০ দল থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন নিলু। এরপর দলছুট নেতাদের নিয়ে নতুন জোট গড়ার তৎপরতা শুরু করেন তিনি। ২০ দলের কয়েকটি ছোট দলের নেতাদের তার জোটে ভেড়ানোর চেষ্টা চালান। এর আগে ৫ই জানুয়ারির নির্বাচন বর্জনের পর ২০ দলের শরিক ন্যাপ ভাসানীর একটি অংশও বেরিয়ে যায়। এদিকে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটে এনডিপিতে। শুক্রবার এনডিপির মহাসচিব আলমগীর মজুমদারকে বহিষ্কার করেন সভাপতি গোলাম মর্তুজা। গতকাল সংবাদ সম্মেলনে পাল্টা সভাপতিকে বহিষ্কার করে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন আলমগীর মজুমদার। ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার উদ্দেশে ৫ দফা দাবি তুলে ধরে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন তিনি। দাবি না মানলে জোট ছাড়ার ঘোষণাও দেবেন বলে জানিয়েছেন আলমগীর মজুমদার। সংবাদ সম্মেলন কক্ষে এনপিপির একাংশের সভাপতি শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মহাসচিব সেকান্দার আলী, ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশিদ, ন্যাপ-এর মহাসচিব শেখ আনোয়ারুল হকসহ ইসলামী সমমনা ছোট দলগুলোর বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এনপিপি একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু জানান, আগামী ২৩শে সেপ্টেম্বর ১১টি দলের নেতাদের নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নতুন জোটের খসড়া ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। আগামী ২৫শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তিনি বলেন, আলমগীর মজুমদারের নেতৃত্বে এনডিপির একটি অংশ নিলুর নতুন জোটে যোগ দেবে। নিলু বলেন, এছাড়াও আমাদের সঙ্গে যোগ দিতে বেশ কয়েকটি ছোট দলের নেতা যোগাযোগ রাখছেন। কিন্তু আমরা ১১ দলের বেশি নেবো না। ওদিকে ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এজাজ আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন, দলের মহাসচিব এমএ রশিদের সঙ্গে ইসলামিক পার্টির কোন সম্পৃক্ততা নেই। দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ২০১২ই সালের ১৮ই এপ্রিল বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট থেকে ১৮ দলীয় জোট হয়। বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পর্ার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ নিয়ে ওই জোট হয়। পরে কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ ও সাম্যবাদী দলের একাংশ এই জোটে যোগ দেয়ায় এটি ২০ দলীয় জোটে রূপ নেয়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়