Thursday, September 4

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে মোজাম্মেল শিকদার (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের জিউধরা গ্রামের আলীর বাজার মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পর মারা যান। মোজাম্মেল শিকদার ওই গ্রামের মৃত হাসেম আলী শিকদারের ছেলে এবং নিশানবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোড়েলগঞ্জ থানার এএসআই নওশাদ আহম্মেদ জানান, এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মোজাম্মেলকে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা গভীর রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যন্ত ওই গ্রাম থেকে হাসপাতালে পৌঁছানের আগেই তিনি মারা যান। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে ১১টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধারের জন্য ওই গ্রামে রওয়ানা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়