কানিউজ ডেস্ক ডেস্ক: যারা নিয়মিত চা পান করতে পছন্দ করেন তাদের জন্য পুলকিত হওয়ার মতো কিছু সুখবর রয়েছে! ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজিতে (ইএসসি) উপস্থাপিত এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পানে হৃদরোগসহ অন্য যে কোনো কারণে মৃত্যুঝুঁকি ২৪ ভাগ কমে যায়।
হৃদরোগের তেমন কোনও ঝুঁকিতে নেই ফ্রান্সের এমন একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীর উপর গবেষণা চালিয়ে এই ফল পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় হৃদরোগজনিত কারণে মৃত্যু এবং অন্যান্য রোগজনিত কারণে মৃত্যুতে কফি ও চা এর প্রভাব পরীক্ষা করে দেখা হয়। এ গবেষণায় ১৮ থেকে ৯৫ বছর বয়সী ১ লাখ ৩১ হাজার ৪০১ জন অংশগ্রহণ করেন।
২০০১ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের ডিসেম্বর এই সময়কালের মধ্যে প্যারিস আইপিসি প্রিভেনটিভ মেডিসিন সেন্টারে এদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
গবেষণায় দেখা গেছে, যারা কফি পান করেন তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি অনেক বেশী। কারণ কফি পানকারীরা বেশী ধুমপান করেন। যারা প্রতিদিন ৪ কাপের বেশী কফি পান করেন তাদের ৫৭ শতাংশই ধুমপায়ী।
যারা কফি পান করেননা তাদের ৪৫ শতাংশই শারীরিকভাবে অনেক বেশী সক্রিয়। অন্যদিকে কফি পানকারীদের মাত্র ৪১ শতাংশ লোকের শারীরিক সক্রিয়তার লেভেল ভালো। এছাড়া যারা কফি পান করেননা তাদের মাত্র ১৭ শতাংশ ধুমপায়ী। আর যারা প্রতিদিন ১-৪ কাপ কফি পান করেন তাদের ৩১ শতাংশ ধুমপায়ী।
তবে চা পানকারীদের ক্ষেত্রে চিত্রটি একদম উল্টো। এদের মধ্যে যারা চা পান করেননা তাদের তুলনায় হৃদরোগের ঝুঁকি অনেক কম। যারা চা পান করেন না তাদের ৩৪ শতাংশই ধুমপায়ী। অন্যদিকে যারা প্রতিদিন ১-৪ কাপ চা পান করেন তাদের ২৪ শতাংশ ধুমপায়ী। আর যারা প্রতিদিন ৪ কাপের বেশী চা পান করেন তাদের ২৯ শতাংশ ধুমপায়ী।
ফরাসি গবেষক ও অধ্যাপক নিকোলাস ডানচিন বলেন, ‘গবেষণায় চা পানকারীদের চেয়ে কফি পানকারীদের মধ্যেই আমরা অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি বেশী দেখতে পাই। এছাড়া এ ক্ষেত্রে নারী পুরুষের মধ্যেও বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে। নারীদের তুলনায় পুরুষরাই কফি বেশী পছন্দ করেন। অন্যদিকে পুরুষদের তুলনায় নারীরা চা বেশী পছন্দ করেন।’
তিনি আরও বলেন, ‘চা পানে হৃদরোগজনিত কারণে মৃত্যুর ঝুঁকিও কিছুটা কমে আসে। তবে চা পানে অন্যান্য রোগজনিত কারণে মৃত্যুর ঝুঁকি কমে ব্যাপকহারে।’
ডানচিন সবশেষে বলেন, ‘চা পানে হৃদরোগজনিত কারণ ছাড়া অন্য কোনও রোগজনিত কারণে মৃত্যুর ঝুঁকি ২৪ শতাংশ কমে যায়। এছাড়া চা হৃদরোগজনিত কারণে মৃত্যুর ঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে।’
Wednesday, September 3
এ সম্পর্কিত আরও খবর
প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমানিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মানন
জুমার দিন যে দোয়া পাঠে ৮০ বছরের গুনাহ মাফ হয়ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই দিনে এমন কিছু সময় আছে যখন আল্লাহ তার বান্দা
কানাইঘাটের সবজি চীনের রাষ্ট্রীয় মিডিয়ায়নিজস্ব প্রতিবেদক:কানাইঘাটে সুরমা নদীর তীরে অস্থায়ী সবজির বাজারের ছবি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্
কানাইঘাটে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভানিজস্ব প্রতিবেদক: :‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানকে সামনে রেখে স
হাই প্রেসারকে জব্দ রাখে তিল! প্রাণঘাতী ক্যানসারও থাকবে দূরে সৃষ্টিকর্তা আমাদের চারপাশ সাজিয়ে দিয়েছেন একাধিক ভেষজ উপাদান দিয়ে। সেসব শুধু জুহুরির চোখ দিয়ে
ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার ইভান ফার্গুসনকে ড্রাইভিং শেখাচ্ছেন জকিগঞ্জের জাকারিয়া কানাইঘাট নিউজ ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল তারকা ইভান ফার্গুসনকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছেন জ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়