Monday, March 10

প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমা


নিজস্ব প্রতিবেদক:

ন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাদের হাতে সম্মাননা তুলে দেন। এতে শিক্ষা ও কর্মক্ষেত্রে অবদানের জন্য অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন কানাইঘাট পৌরসভাধীন বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম।


প্রধান শিক্ষিকা হালিমা বেগম ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে যেসব নারী এই সম্মাননা পেয়েছেন, তারা হলেন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শরিফা সুলতানা, সফল জননী হিসেবে মেরিনা বেসরা, জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে লিপি বেগম, সমাজ উন্নয়নে অসাধারণ অবদানের জন্য মো. মুহিন (মোহনা) এবং বিশেষ সম্মাননা হিসেবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। 

হালিমা বেগম উপজেলার দর্পনগর গ্রামের বাসিন্দা, কানাইঘাট কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক মঈনুল হকের স্ত্রী। গত ২০ ফেব্রুয়ারি সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘অদম্য নারী পুরস্কার-২০২৪' অনুষ্ঠানে তাকে ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিলেট বিভাগের শ্রেষ্ঠ 'অদম্য নারী' পুরস্কারে ভূষিত করা হয়। হালিমা বেগম কানাইঘাট উপজেলায় প্রথম মহিলা প্রধান শিক্ষক। তিনি বেশ কয়েকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তার প্রতিষ্ঠান বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২২ এবং ২০২৪ সালে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়। করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকলের ভূয়সী প্রশংসা অর্জন করেন এবং করোনা যোদ্ধা শিক্ষক সম্মাননাও অর্জন করেন তিনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়