Sunday, September 21

ওয়াইফাইয়েই ফোন কল, এসএমএস


তথ্য প্রযুক্তি ডেস্ক: আইমেসেজ, ভাইবার আর হোয়াটসঅ্যাপের মতো মার্কিন ক্যারিয়ার টি-মোবাইলও দিচ্ছে ইন্টারনেটভিত্তিক কলিং ও টেঙ্টিং সুবিধা। এ প্লানের 'আনক্যারিয়ার ৭.০' ইভেন্টে নতুন একটি প্লান ঘোষণা দেয়া হয়েছে। পুরনো গ্রাহকরাও এ সুবিধা পাবেন। টি-মোবাইল ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক অথবা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে হাই ডেফিনেশন ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। এমনকি যেসব স্থানে টি-মোবাইলের নেটওয়ার্ক একবারেই নেই সেখানেও পাওয়া যাবে এ সুবিধাটি। ফিচারটি ব্যবহার করতে হ্যান্ডসেটে সক্রিয় থাকতে হবে টি-মোবাইলের ওয়াইফাই কলিং ও টেঙ্টিংয়ের বিল্ট-ইন ফিচার। পুরনো গ্রাহকরা মোবাইলে ট্রেড-ইন করতে পারবেন টি-মোবাইলের নতুন হ্যান্ডসেটগুলোর সঙ্গে। ট্রেড-ইন প্রোগ্রামটির নাম 'জাম্প'। ব্যবহারকারীদের ব্যক্তিগত রাউটারও দিচ্ছে টি-মোবাইল, নাম 'সেলস্পটস'। রাউটারগুলোর বিশেষত্ব হলো এটি মোবাইলের ভয়েস কলের ওপর বেশি প্রাধান্য দেয়। ফলে ইন্টারনেটে স্ট্রিম করে গান শোনা, ভিডিও দেখা কিংবা গেমস খেলা অবস্থায়ও ভয়েস কলের স্বচ্ছতা অপরিবর্তিত থাকবে বলে দাবি করেছেন টি-মোবাইলের প্রধান নির্বাহী জন লেগেরে। এছাড়া যেসব গ্রাহক বাসায় ভালো নেটওয়ার্ক পাচ্ছেন না, তারা সেলস্পটের সাহায্যে পাবেন ফুল নেটওয়ার্ক, বাসার সবখানে। ব্যবহারকারীদের বিনামূল্যে সরবরাহ করা হবে সেলস্পট, তবে জমা দিতে হবে ২৫ ডলার। ইন্টারনেট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়