স্টাফ রিপোর্টার, রাজশাহী : জামায়াতের ডাকা হরতালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগের সেমিনার বন্ধ করতে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ লে. অব. শাহীন হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দফায় দফায় চলা সংঘর্ষে অন্তত ২৫ শিবির নেতাকর্মী আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৪ নেতাকর্মীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এসময় রুয়েট শিবিরের সেক্রেটারি আহমেদ ইয়াসিরসহ অন্তত ১১ জনকে আটক করেছে মতিহার পুলিশ। এতে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ৯টা দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সেমিনার শুরু হয়। এসময় রুয়েট শাখা শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে হরতাল চলাকালে সবধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য বলে এবং ১০টার ভেতরে অনুষ্ঠানটি শেষ করার অনুরোধ জানান। পরে বেলা পৌনে ১১টার দিকে রুয়েট শাখা শিবির সেক্রেটারি আহমেদ ইয়াসিরসহ কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেক্রেটারি ইয়াসিরসহ ২ জনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ২০টি জিআই পাইপ, একটি চাপাতি ও দুই বস্তায় ভর্তি রেললাইনের পাথরের টুকরা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। তবে শিবির এ দাবি অস্বীকার করেছে। পরে পুলিশ ও ছাত্রলীগ শিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে গিয়ে একযোগে তল্লাশি শুরু করে। এসময় তারা অবরুদ্ধ শিবির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে প্রায় ২০জনকে আহত করা হয় বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়। এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে শিবির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে রুয়েটে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট এলাকায় ছড়িয়ে পড়ে। শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। জবাবে শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটেকেল নিক্ষেপ করে। এসময় ৫ শিবির কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়