পাছ শব্দটি ফারসি, এর অর্থ হলো পরে, পেছনে, সঙ্গে ইত্যাদি। আনফাছ শব্দটি আরবি, অর্থ হলো শ্বাস-প্রশ্বাস। এটি বহুবচন, এক বচন হলো নাফাছ অর্থাৎ শ্বাস। পাছ-আনফাছ মানে হলো নিঃশ্বাসে-প্রশ্বাসে বা প্রতি শ্বাসে। ফারসি, উর্দু, বাংলা ও এতদঞ্চলে বিভিন্ন ভাষায় এটি ব্যবহৃত হয়। সুফিদের কাছে এটি একটি অতি পরিচিত পরিভাষা। পাছ-আনফাছ জিকির হলো প্রতিটি নিঃশ্বাসের মাধ্যমে জিকির করা। যাতে একটি মুহূর্তও জিকির ছাড়া না থাকা। হাদিস শরিফে আছে, 'শয়তান আদমসন্তানের কলবে ওঁত পেতে থাকে, যখন বান্দা আল্লাহর জিকির করে তখন সে পালিয়ে যায় বা লুকিয়ে থাকে, আর যখন বান্দা গাফিল বা উদাসীন হয় তখন সে কুমন্ত্রণা দেয়।' (মুসলিম ও তিরমিজি)।
তাসাউফের পরিভাষায় পাছ-আনফাছ জিকির হলো এক ধরনের খফি জিকির, যাতে নিঃশ্বাসে-প্রশ্বাসে 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর জিকির চালু থাকে। শ্বাস ফেলতে বলা হয় 'লা ইলাহা' আর নিঃশ্বাস নিতে বলা হয় 'ইল্লাল্লাহ'। এই নফি-ইছবাত (না-হ্যাঁ) জিকির সদা সর্বদা জারি রাখা হলো পাছ-আনফাছ জিকিরের উদ্দেশ্য। এটি সম্পূর্ণ রিয়া (প্রদর্শন) মুক্ত একটি আমল। শয়তানি ওয়াছওয়াছামুক্ত থাকার এটি অতি কার্যকরী পদ্ধতি এবং আত্মশুদ্ধি লাভের নিমিত্তে তরিকতের জগতে ছালেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।
মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী
সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম
Sunday, September 21
এ সম্পর্কিত আরও খবর
যে কারণে আল্লাহ জান্নাত দেওয়া ছাড়া সন্তুষ্ট হবেন না নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ফরজ ইবাদতগুলোকেই কেবল ফজিলতপূর্ণ মনে করা হয়। অথচ হাদিস শরিফে ম
যুক্তরাজ্যে ছেলে শিশুদের নামের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ যুক্তরাজ্যে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি
কানাইঘাট থেকে ‘হারিয়ে যাওয়া’ সন্তানকে বান্দরবানে খুঁজে পেল পরিবারকানাইঘাট নিউজ ডেস্ক:দুই বছর আগে হারানো মানসিক ভারসাম্যহীন সন্তানকে খুঁজে পেয়েছেন মা। সোমবার সকালে ব
২২ মার্চ কানাইঘাটকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যা
সূরা আরাফে শয়তানের অভিশপ্ত হওয়ার বর্ণনা শয়তানের সঙ্গে মানুষের শত্রুতার সূচনা সৃষ্টির শুরু থেকে। আল্লাহ তায়ালা যখন মানুষ অর্থাৎ আদিপিত
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে খেলবে খুলুরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়নিজস্ব প্রতিবেদক :বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বিভাগীয় পর্যায়ের ফ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়