Saturday, August 9

সাপের ব্যাঙ ধরা


কানাইঘাট নিউজ ডেস্ক: গলফ ক্লাবে ব্যস্ত খেলোয়াড়রা। ঠিক এমন সময়েই চমকে যান সবাই। ‘এ কী?’ অবাক করা ঘটনা! না মোটেও অবাক করা নয়। সাপ ব্যাঙ ধরে খায় এ আবার নতুন কি! কিন্তু যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের থ্রনবুরি গলফ ক্লাবের খেলোয়াড়দের কাছে নতুন বৈকি। তাই হতো লিন্ডসে হেনিকার হিটন ঠিকই মুঠোফোনের ক্যামেরায় তুলেছেন প্রকৃতির অকৃত্রিম হিংস্রতাকে। ছবিতে দেখা যাচ্ছে, আস্ত একটা ব্যাঙকে গিলে খাচ্ছে সাপ। না, শেষ পর্যন্ত খেতে পারেনি। ঠিকই নিজেকে রক্ষা করেছে দুরন্ত ব্যাঙ। তবে সাপটিও পিছু ছুটেছে ব্যাঙের। শেষতক সেই দৃশ্যই দেখছিলেন গলফ মাঠের আগন্তুকরা। তা সাপটা কি শেষমেশ ব্যাঙটির নাগাল পেল? না, পায়নি। ব্যাঙ লাফিয়ে পগাড় পার। আর বেচারা সাপ তো ছুটেই নাজেহাল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়