Thursday, August 14

মিরপুরে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ২


কানিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- এম বদরুল আলম তুষার (৩৫) ও নাজমুল আহসান (৩৫)। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। র‌্যাব-৪ এর এএসপি বদরুল আলম জানান, বুধবার রাতে মিরপুরের ওই বাসায় অভিযান চালানো হয়। আটকদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকার টেলি যোগাযোগের উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলো দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করতেন তারা। এ ঘটনায় তুষার ও নাজমুলের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়