Thursday, August 14

আগামীকাল লালকেল্লায় ভাষণ দিবেন মোদি


কানিউজ ডেস্ক : আগামীকাল ১৫ আগস্ট ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে প্রথমবার জাতির উদ্যেশ্যে ভাষণ দিবেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক লালকেল্লায় প্রধানমন্ত্রী হিসেবে মোদি ঐদিন জাতীয় পতাকাও উত্তোলন করবেন। দিবসটি উপলক্ষে লালকেল্লার চারপাশে নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। জানা যায়, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের আলাদা গুরুত্ব আছে। এই ভাষণের মাধ্যমেই দেশবাসীর কাছে সরকারের দিশা ও গুরুত্ব স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। এ দিন লালকেল্লার নিরাপত্তাকে সুনিশ্চিত করতে দিল্লি পুলিশের ডগ স্কোয়াডের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার মারফত আকাশপথে নজরদারি চালানোর পাশাপাশি লালকেল্লা ও তার সংলগ্ন এলাকায় বসানো হচ্ছে এয়ার ডিন্স মেকানিজিম। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বেও থাকছে দিল্লি পুলিশের এই ‘ক্যানিন স্কোয়াড’। ওই সৌধের চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি। তাছাড়া সপ্তদশ শতকের এই মোঘল কীর্তিচিহ্ন (লালকেল্লা)’র চারদিকে নিয়োজিত থাকবে এনএসজি কমান্ডার এবং সার্পশুটার দল। লালকেল্লার পাশাপাশি রাজধানী দিল্লির মেট্রোরেল সহ বিভিন্ন রেল স্টশন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, শপিং মল, গুরুত্বপূর্ণ বাজার নিরাপত্তাবাহিনীর আওতা থেকে বাদ যাচ্ছে না। ১৫ আগষ্ট যেকোনও ধরনের নাশকতা এড়াতে স্থলপথ থেকে আকাশপথ পর্যন্ত বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভারতের সঙ্গে প্রতিবেশি দেশগুলির আন্তর্জাতিক সীমান্তেও বাড়ানো হয়েছে সতর্কতা। স্বাধীনতা দিবসের দিন যাতে পাকিস্তান থেকে কোনও ধরণের অনুপ্রবেশের ঘটনা ঘটতে না পারে, সেজন্য গোটা কাশ্মীর উপত্যকার নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীকে কড়া সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়