Thursday, August 14

খিলগাঁওয়ে গুলি করে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই


স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও থানার গোড়ানে আসিফ হোসেন টুটুল (২৪) নামের এক বিকাশ এজেন্টকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। দুপুর আড়াইটার দিকে গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী দোকানদার শিপন জানান, স্থানীয় বিকাশ এজেন্ট আল জাজ ট্রেডিং এ সুপারভাইজার হিসেবে কাজ করেন টুটুল। এজেন্ট অফিস থেকে চার লাখ টাকা নিয়ে তিনি ব্র্যাক ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় টুটুলকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। তার মাথা-পিঠ ও বুকে ছরার গুলি লাগে। খিলগাঁও থানার ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তিনি অভিযানে আছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়