কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের জন্য ভাড়া করা মাইকে ৭ মার্চের ভাষণ চলতে চলতে হঠাৎ সাঈদীর ওয়াজ বেজে উঠেছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
হঠাৎ সাঈদীর ওয়াজ বেজে ওঠায় সবাই হতভম্ব হয়ে যান। কিছুক্ষণের নিরবতা ভেঙেই দৌড়াদৌড়ি শুরু।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাইকে সাঈদীর ওয়াজ বেজে ওঠার পর শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিবাদের মুখে পড়ে ওয়াজ বন্ধ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হয়।
এ ঘটনার জন্য ইবি বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতাদের উদাসীনতাকে দায়ী করেছে ছাত্রলীগের একাংশ।
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল বলেন, ‘মাইক পরীক্ষা করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সাইদীর ওয়াজ শুরু হয়ে যায়। এতে আমরাও বিব্রতবোধ করেছি। এটা তেমন কোনও বিষয় না।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়