স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচিতেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০ দলীয় জোটের এই ১৫ দিনের কর্মসূচি দেখে সরকার অস্থির হয়ে পড়েছে। কারণ তারা জানেন সরকারের ক্ষমতায় থাকার আর কোনও সুযোগ নেই। তাই সরকারের মন্ত্রী-এমপিরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।
বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই- সরকারের মন্ত্রীদের এই বক্তব্যে প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। তাহলে আপনাদের কেন চোখের ঘুম হারাম হয়ে গেছে। কেন গণমাধ্যমে প্রলাপ বকছেন?
১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তিনি বলেন, বেগম জিয়াকে জন্মদিন পালনের জন্য উৎসাহ প্রদান করেছে আওয়ামী লীগ। এই জন্মদিন নিয়ে বিতর্ক সৃষ্টিও করেছে আওয়ামী লীগ। তাই জন্মদিন পালন করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, বাকশাল গঠন করে আওয়ামী লীগ ৩০ হাজার রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করেছিল। এই ৩০ হাজার পরিবারকে কাঁদিয়ে আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে পারে তাহলে বেগম জিয়া কেন পারবেন না?
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সময় হলে সরকারের মন্ত্রী-এমপিদের বিচার করা হবে। কাদের বিচার করা হবে এবং কারা জেলে যাবে তা নির্ধারণ করবে জনগণ।
গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বৈঠক সম্পর্কে তিনি বলেন, ওই বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন এটা সংবিধানের নিয়ম রক্ষার নির্বাচন। এই নির্বাচনের পরে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। গয়েশ্বর বলেন, তাহলে এখন জনগণের অধিকার রক্ষায় নির্বাচন কেন দিচ্ছেন না?
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
ঈদের পর সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি নির্ধারণে গত ১১ ও ১২ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন বেগম খালেদা জিয়া। ওই বৈঠকে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট মৌন মিছিল ও জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে আগামী ১৯ আগস্ট সোরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে ২০ দলীয় জোট।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়