ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের গত বছরের আয় ব্যয়ের হিসাব বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন গিয়ে হিসাব জমা দেন।
সাধারণ ৩১ শে জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোকে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার কথা ছিল।
পরে সময়ের আবেদন করা হলে কমিশন বিএনপিকে ১৪ আগস্ট পর্যন্ত হিসাব জমা দেয়ার সময় মঞ্জুর করে।আজ ছিল হিসাব জমা দেয়ার শেষ তারিখ।আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এখনো তাদের হিসাব বিবরণী জমা দেয়নি।
তবে জাতীয় সংসদের শাসক দল ও বিরোধী দল জাতীয় পার্টি এই দুটি দল ৩১ শে আগস্ট পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছে হিসাব জমা দেয়ার।
বিএনপি আজ বৃহস্পতিবার তাদের হিসাব বিবরণীতে আয় দেখিয়েছে ৭৮ লাখ টাকা এবং ব্যায় দেখিয়েছে আড়াই কোটি টাকা।
দলের নেতাকর্মী ও সংসদ সদস্যদের কাছে থেকে যে চাঁদা আসে তাই দলের আয় হিসাবে জমা হয়।
আর আড়াই কোটি টাকা ব্যয় হয়েছে মিছিল, মিটিং ও জনসভায়।
আয় ব্যায়ের হিসাব জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় হিসাব জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। কিন্তু বিএনপি সময় চেয়েছিল ১৪ আগস্ট পর্যন্ত। তাই আজ এসে দলের আয় ব্যয়ের বিবরণী তথ্য জমা দিয়েছি।’
তিনি বলেন, ‘২০১৩-১৪ অর্থবছরে বিএনপির মোট আয় ৭৫ লাখ ৫ হাজার ৭৬২ টাকা, মোট ব্যয় ২ কোটি ২৭ লাখ ৩৬২ টাকা। ফলে আমাদের ঘাটতি রয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৬৪ টাকা।’
তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের চাঁদাই আমাদের আয়ের প্রধান উৎস। এছাড়া সভা-সমাবেশ ও দলের নানা কর্মসূচিতে আমরা এ টাকা ব্যয় করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমূখ। -----ঢাকাটাইমস
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়