Thursday, August 28

ফারুকী খুন : ময়নাতদন্ত রিপোর্টেও পরিকল্পিত হত্যাকাণ্ড


স্টাফ রিপোর্টার : চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মরদেহের ময়না তদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. হোসেন এ ময়না তদন্ত করেন। ডা. হোসেন জানান, ফারুকীর শরীরের কিছু জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশের ময়না তদন্তের আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, কতিপয় লোক ফারুকীর বাসায় ডাকাতির উদ্দেশে তাকে জবাই করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যায়। নিহত ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বলেন, তার বাবার গোসল পক্রিয়া সম্পন্ন করে কাফনের কাপড় পরিয়ে পূর্ব রাজাবাজারের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার বাদ জুমা শেষে রাজধানী জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জানিয়ে ফয়সাল বলেন, পরিবারের অন্য সদস্যদের সিদ্ধান্ত অনুসারে দাফনের স্থান ঠিক করা হবে। বুধবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ১৭৪নম্বর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা।এরপর রাতে খুনের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থান‍ায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ২৭।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়