Thursday, August 28

রবিবার সকাল-সন্ধ্যা হরতাল


কানিউজ ডেস্ক : আগামী রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে । মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে ফারুকীর সংগঠন আহলে সুন্নত ওয়াল জামাত সকালে এই হরতালের ডাক দিলেও পরে তারা সেখান থেকে সরে আসেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আায়োজিত সংবাদ সম্মেলনে নেতার দাবি করেন, রবিবারের হরতালের সঙ্গে আহতে সুন্নত জামাতের কোনো সম্পর্ক নেই। আহলে সুন্নত নেতারা বলেন, রবিবার হরতাল ডেকেছে ইসলামী ছাত্র সেনারা। এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে আজ সকালে রাজধনীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে আহলে সুন্নত জামাত ও ইসলামী ছাত্র সেনার সদস্যরা। রাজধানীর মুরাদপুর এলাকা থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ইসলামী ছাত্র সেনাদের বিক্ষোভ মিছিল থেকেই রবিবার হরতালের এই ঘোষণা দেয়।ঐ মিছিলে আহলে সুন্নত নেতারাও উপস্থিত ছিলেন। পরে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেসক্লাবে গিয়ে জড়ো হয় ইসলামী ছাত্র সেনা ও আহলে সুন্নত নেতা-কর্মীরা। পরে দুপুরে প্রেসক্লাবে আহলে সুন্নতের নেতারা সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি পরিস্কার করেন এবং বলেন, হরতালের ঘোষণা তাদের নয় এটা ইসলামী ছাত্র সেনাদের এবং এই হরতালের সঙ্গে আদের কোনো সম্পরক নেই। হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিকাল তিনটায় বন্দর নগরী চট্টগ্রামে একটি বিক্ষোভে ডাক দেয়া হয়েছে। সেখানে হাজার হাজার লোক প্রস্তুতি নেয় হয়েছে বলে জানা গেছে। এদিকে হত্যাকান্ডের পর পরই রাজধানীর পূর্ রাজাবাজারে বিক্ষোভ মিছিল করে আহলে সুন্নতে সদস্যরা। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এই হত্যাকাণ্ডের জন্য আহতে সুন্নতের নেতারা জামায়াতা শিবিরকে দায়ী করেছে। তবে পুলিশ বলছে তদন্ত শেষ না হওয়া অবধি কিছুই বলা যাবে না। বুধবার রাতে এশার নামাজের পর আনুমানিক ৬-৭ জন যুবক মাওলানা ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর রাতেই শেরেবাংলা নগর থানায় তার ছেলে একটি হত্যা মামলা দায়ের করে।এর আগেও তাকে হত্যার হুমকি দেয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়