Saturday, August 30

জয়াবর্ধনের সম্মানে ডাক টিকেট


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে সদ্য বিদায় জানানো শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের সম্মানে ডাক টিকেট প্রকাশ করতে যাচ্ছে শ্রীলংকা সরকার। পোস্টাল সার্ভিসের উপমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক ক্রিকেট লিজেন্ড সনৎ জয়সুরিয়া শুক্রবার জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া লংকার তারকা ব্যাটসম্যান জয়াবর্ধনের সম্মানে ডাক টিকেট প্রকাশের উদ্যোগ নেবেন তিনি। একই সঙ্গে শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান নির্বাচক জয়সুরিয়া বলেন মাহেলার সম্মানে ডাক টিকেট প্রকাশের জন্য তিনি পোস্টাল সার্ভিসের দায়িত্বে থাকা পূর্ণ মন্ত্রী জীবন কুমারাতুঙ্গাকে অনুরোধ করবেন। শ্রীলংকা ক্রিকেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে জয়াবর্ধনের সম্মানে একটি ডাক টিকেট প্রকাশ করবেন বলে সম্প্রতি এক বক্তব্যে জানিয়েছেন মন্ত্রী জীবন কুমারাতুঙ্গা। এ বছরের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের পর সংক্ষিপ্ততম ভার্সন থেকে অবসর নেয়া জয়াবর্ধনে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেবেন তিনি। জয়সুরিয়া বলেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডেও আসন্ন নির্বাহী কমিটির সভায় তিনি এ বিষয়ে প্রস্তাব করবেন এবং বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন। গণমাধ্যমকে তিনি বলেন,নির্বাহী কমিটির আগামী সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আমার মন্ত্রীকে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়