স্টাফ রিপোর্টার : রাজধানীতে মানবন্ধন করার জন্য পুলিশ অনুমতি না দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি। শনিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে এ প্রতিবাদ জানান।
আন্তর্জাতিক গুম দিবস’ পালনে শনিবার প্রেসক্লাব থেকে তোপখানা রোড পর্যন্ত সড়কে মনববন্ধনের এই কর্মসূচি দিয়েছিল ২০ দল।
মির্জা ফখরুল বলেন, শনিবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত বিজয় নগরের নাইটিঙ্গেল রেঁস্তোরার মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত সড়কের দুই পাশে এই মানববন্ধন হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা মহানগর পুলিশ তাদের মানববন্ধনের অনুমতি দেয়নি। তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে পুলিশ ফোন দিয়ে জানায়, শনিবার আওয়ামী লীগের সমাবেশ থাকায় মানববন্ধনের অনুমতি দেওয়া হবে না।
ফখরুল অভিযোগ করে বলেন, সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই আন্তর্জাতিক গুম দিবস পালন করতে দেয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এই দিবসটিকে পালন করার অর্থ হচ্ছে দেশের মানুষকে গুম সম্পর্কে সোচ্ছার করা। নাগরিক সাধীনতা হরণ করার জন্য সরকার বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন করছে বলে অভিযোগ করেন তিনি।
২০১৩ সালের জানয়ারি থেকে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১০ গুলি করে হত্যা করেছে পুলিশ।
বিশ্বব্যাপী গুম-অপহরণের প্রতিবাদে ও সচেতনতা তৈরিতে জাতিসংঘ ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ অগাস্ট আন্তর্জাতিক গুম দিবস পালন করে আসছে।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়