ঢাকা:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে উদ্দেশ করে
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশটা
কোনো মা-বাপ বা মা-পুত্রের নয়, দেশটা জনগণের।’
শুক্রবার সেগুনবাগিচার বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ
স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের হুমকি
দাতাদের প্রতিহত করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন কিন্তু জনগণ ঠেকায়
পড়েনি। কারণ পেট্টোল বোমার আন্দোলনে জনগণ সম্পৃক্ত হবে না। জনগণ এমনও ঠেকায়
পড়েনি যে আন্দোলন করে তাদের ক্ষমতায় নেবে। দেশের মানুষ শান্তি চায়,
স্থীতিশীলতা চায়।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন যথাসময় হবে। আশা করি আপনারা নির্বাচনে অংশ নেবেন।’
তিনি বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে বলেন, ‘বহুগুণীজন বাংলাদেশের উন্নয়নের
কথা বলেছেন। কিন্তু তা খালেদা জিয়া কানে শোনেননি। তাই খালেদা জিয়া ও তার
দলের নেতাকর্মীদের কান পরীক্ষা করতে হবে।’
তারেককে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে বসে ইতিহাস বিকৃতি করার
কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বিভিন্ন অশোভন কথা বলেছেন। এজন্য
তার বিচার হওয়া উচিৎ।’
সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক হাবিবুর রহমান
মানিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ
সরকার রানা ও সভাপতি জিন্নাত আলী খান প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়