Monday, July 28

বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পন্ন


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ অবশেষে শেষ করতে পেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নানা সংকট আর বাধা বিপত্তি পেরিয়ে শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর এবারের আসরে নবাগত দল উত্তর বারিধারার ম্যাচের মধ্য দিয়ে লিগের ২৭ রাউন্ডের খেলা শেষ হল। এবার ফরম্যাটে বেশ কিছুটা পরিবর্তন করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মত প্রতি দলের তিন ফেসের লড়াই পদ্ধতি চালু করেছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ ঢাকার বাইরে আরো দুই ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধার ভেন্যু ছিল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম আর চট্টগ্রাম আবাহনীর ভেন্যু এম.এ.আজিজ স্টেডিয়াম। এছাড়াও ফেনী সকার ক্লাবের নিজেস্ব ভেন্যু ফেনীতে হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত না থাকায় ঢাকাতেই তাদের খেলতে হয়েছে। সারা বিশ্বে যখন ঘরোয়া লিগের খেলা শেষ, তখন বাংলাদেশে লিগের দ্বিতীয় ফেসের খেলা চলছে। ফিফা বিশ্বকাপের জন্য সব দেশে খেলা শেষ হলেও শুধু বাংলাদেশে খেলা চলেছে বিশ্বকাপের মাঝে। এছাড়াও এবাবের আসরের মাঝে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, আইএফএ শিল্ড খেলতে শেখ জামালের কোলকাতায় অবস্থান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেলিব্রেটি কনসার্ট এর নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ব্যাপক ক্ষতিগ্রস্থ ইত্যাদি কারণে ভেন্যু সংক্রান্ত জটিলতা, তারপর শেখ রাসেল এএফসি প্রেসিডেন্ট কাপ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করা এই সব নানা কারণে এবং বাফুফে কর্মকর্তাদের নানা গাফলতির কারণে এত বিলম্বিত ঘরোয়া লিগ শেষ হয়। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতোমধ্যে সমাপ্ত হলেও এখন পর্যন্ত সুপার কাপের সুনির্দিষ্ট সূচি দিতে পারেনি বাফুফে। ২৭ রাউন্ডের লিগ শেষে রেকর্ড ৬৪ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর লিগ থেকে রেলিগেশন দল উত্তর বারিধারা ক্লাব। লিগ শেষে বারিধারার পয়েন্ট ২৭ ম্যাচে দুই জয়ে ১২। লিগের নিয়ম অনুযায়ী বারিধারাকে প্রথম বিভাগে নেমে যেত হল। প্রথমবার প্রিমিয়াওে এসেই এই দলটির এবার অবনমন। লিগের সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন দলের ওয়েডসন। তিনি শেখ জামালের জার্সি গায়ে ২৬ গোল করেছেন। তবে অল্পের জন্য তিনি বাংলাদেশে লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডটা স্পর্শ করতে পারলেন না। বাংলাদেশের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ২৭ গোলের রেকর্ড সালাম মুর্শেদির। এছাড়া জামালের ডার্লিংটন করেছেন ২১ গোল, মুক্তিযোদ্ধার এমেকা ১৭, একই ক্লাবের সানডের ১৫ গোল। স্থানীয়দের মধ্যে মোহামেডানের ওয়াহেদ আহম্মেদ সবার উপরে রয়েছেন। তিনি করেছেন ১৫ গোল আর এক গোল কম করে শেখ রাসেলের মিঠুন চৌধুরীর ১৪ গোল। এক নজরে পয়েন্ট টেবিল: দলের নাম ম্যাচ জয় ড্র পরাজয় পয়েন্ট শেখ জামাল ২৭ ১৯ ০৭ ০১ ৬৪ আবাহনী ২৭ ১৪ ১০ ০৩ ৫২ মুক্তিযোদ্ধা ২৭ ১৪ ০৭ ০৬ ৪৯ মোহামেডান ২৭ ১২ ০৭ ০৬ ৫৪ ব্রাদার্স ২৭ ১০ ০৮ ০৯ ৩৮ শেখ রাসেল ২৭ ০৮ ০৮ ১১ ৩২ টিম বিজেএমসি ২৭ ০৮ ০৬ ১৩ ৩০ চট্টগ্রাম আবাহনী ২৭ ০৬ ০৭ ১৪ ২৫ সকার ক্লাব ২৭ ০২ ১২ ১৩ ১৮ বারিধারা ক্লাব ২৭ ০২ ০৬ ১৯ ১২

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়