Monday, July 28

প্রস্তুত জাতীয় ঈদগা ময়দান

খালিদ সাইফুল্লাহ : আর মাত্র একদিন বাদেই ঈদ। আগামীকাল সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা দিলে মঙ্গলবার পালিত হবে ঈদুল ফিতর। নতুন পোশাক, মুখরোচক খাবার আর বর্ণিল সাজসজ্জায় দেশজুড়ে দিনটি পালন করা হয়। মুসলিম ধর্মাবলম্বীদের সবেচেয় বড় এ উৎসবকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এই আনন্দের দিন ধনী, গরিব ভেদাভেদ ভুলে ঈদের নামাজে এক কাতারে শামিল হবেন। রাজধানী ঢাকায় ঈদ উদযাপনের প্রধান কেন্দ্রে পরিণত হয় সুপ্রিমকোর্টসংলগ্ন জাতীয় ঈদগা মাঠ। সকাল ৮টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। এবার জাতীয় ঈদগা ময়দানে একসঙ্গে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এজন্য সব ধরনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মাঠের ভেতরে ৮৪ থেকে ৮৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপতিসহ ভিভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি নারীদের জন্য করা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। জাতীয় ঈদগা মাঠে নামাজের ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ জামায়াতের জন্য সুসজ্জিত করে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগা ময়দানকে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। মুসল্লিদের ঈদগা মাঠে প্রবেশের জন্য সুসজ্জিত গেট নির্মাণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটরের ম্যানেজার মোজাম্মেল হক জানান, প্রায় ২ লাখ ৫৯ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট জাতীয় ঈদগা ময়দানটি প্রস্তুত করতে গত ৫ রমজান থেকে কাজ করেছে ৮০ জন শ্রমিক। তিনি জানান, পুরো মাঠে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি এবং ওপর দিয়ে ত্রিপল টাঙানোর কাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টিতে যাতে সমস্যা না হয়, সে জন্য ওপরে দেওয়া হয়েছে মোটা ত্রিপলের ছাউনি। পানি নিষ্কাশনের জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। এ ছাড়া, মাঠের বাইরের অংশে নতুন করে চুনকাম করা হয়েছে। এখন নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগা। জাতীয় ঈদগার সার্বিক বিষয়গুলো দেখাশোনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মুসল্লিদের সুবিধার্থে ৪৭০টি সিলিং ফ্যান ও ৪৬৪টি বাতি লাগানো হয়েছে। ঈদগা মাঠের পূর্বপাশে থাকছে পানি ও অজুখানার ব্যবস্থা। অজুখানায় একসঙ্গে ১৬০ জন নারী ও পুরুষ মুসল্লি অজু করতে পারবেন। এ ছাড়া জাতীয় ঈদগায় নারীদের ঈদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে। কূটনৈতিক মিশনের সদস্য ও তাদের স্ত্রীদের নামাজের জন্য করা হয়েছে আলাদা ব্যবস্থা। ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে মুসল্লিদের অজুর পানি সরবরাহ ও ব্যবহারিত পানি অপসারণের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে কোর্ট চত্বর এবং গৃহায়ন ও গণপূর্ত অধিদফতরের খালি জায়গায়। কদম ফোয়ারার সামনের প্রধান ফটকসহ চারটি পথে মুসল্লিরা ঈদগা ময়দানে প্রবেশ করবেন। এর মধ্যে একটি ভিআইপিদের জন্য, দুটি সাধারণ মুসল্লিদের জন্য আর একটি ফটক থাকবে নারীদের প্রবেশের জন্য। ফটক থেকে প্যান্ডেল পর্যন্ত যাওয়ার পথেও থাকছে ছাউনি। ঈদগা ময়দানের চারপাশ জুড়ে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া ঈদগাহ ময়দানজুড়ে সার্বিক নিরাপত্তা বলায় গড়ে তুলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য ইতোমধ্যেই ঈদগাহ মাঠের চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, যা দিয়ে সারাক্ষণ পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়