অনলাইন ডেস্ক : মধ্য প্রাচ্যের দেশগুলুর থেকে এবার আরব আমিরাত এগিয়ে যাবার প্রত্যয়ে ২০২১ সালে মঙ্গলে অভিযান চালাবে। বিশ্বজুড়ে মহাকাশ প্রযুক্তি নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই এ খাতে পিছিয়ে থাকতে চাইছে না সংযুক্ত আরব আমিরাত। আরব দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো মঙ্গলে অভিযান চালাতে যাচ্ছে দেশটি। লাল গ্রহটিতে অভিযান চালাতে ইতোমধ্যে গঠন করা হয়েছে ইউএই স্পেস এজেন্সি। দেশটির ৫০ বছর পূর্তিতে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় চমক।
গলফ নিউজের মতে, মহাকাশ দখলের এ প্রতিযোগিতায় তারা প্রথমবার কোনো মানুষ পাঠাবে না। দেশটি মহাকাশ প্রযুক্তি খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে কাজ করছে। যা দেশটির ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে।
এ মাধ্যমে আরব আমিরাত হতে যাচ্ছে সে নয়টি দেশের একটি, যারা লাল গ্রহটিকে কেন্দ্র করে নতুন প্রকল্প হাতে নিয়েছে। ৯ মাসের এক যাত্রায় তাদের যানটি ৬০ মিলিয়ন কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে।
দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বলেন, এর মাধ্যমে ইসলামিক বিশ্ব মহাকাশ অভিযানের যুগে প্রবেশ করতে যাচ্ছে। মানবতার জন্য বৈজ্ঞানিক অবদানে আমাদের সক্ষমতা রয়েছে এটি আমরা প্রমাণ করব।
বলা হচ্ছে, মঙ্গল অভিযান প্রকল্প দেশটি উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে মহাকাশ প্রযুক্তি দেশটির জাতীয় অর্থনীতিতে অন্যতম প্রধান খাত হিসেবে প্রতিষ্ঠিত হবে। এর জন্য ইতোমধ্যে ২০ বিলিয়ন দিরহামের বেশি খরচ করেছে। দেশটির রয়েছে নিজস্ব স্যাটেলাইট ডেটা ও টিভি ব্রডকাস্ট কোম্পানি, মোবাইল স্যাটেলাইট কোম্পানি এবং আর্থ ম্যাপিং ও অবজার্ভেশন সিস্টেম। নতুন স্পেস এজেন্সি এখন থেকে এ সব কাজের দেখাশোনা করবে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তর, মহাকাশ প্রযুক্তিতে বিশ্বে অবস্থান তৈরি ও জাতীয় অর্থনীতিতে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রস্তুতি।
সম্পাদনা : শেখ মহিউদ্দিন
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়