Sunday, June 15

উরুগুয়ের বিপক্ষে কোস্টারিকা

স্পোর্টস রিপোর্টার:ঢাকা: ২০তম ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে উরুগুয়ে। এদিকে নিশ্চিতভাবেই মাঠে নামা হচ্ছে না লুইস সুয়ারেসের। তবে পরের ম্যাচগুলোতে বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারের খেলার সম্ভাবনা আছে বললেন কোচ অস্কার তাবারেস। স্বাগতিক হিসেবে ব্রাজিলে বিশ্বকাপ ব্রাজিলবাসীর কাছে অন্তহীন আক্ষেপের সমার্থক। উরুগুয়ের কাছে ব্যাপারটির মাত্রা আবার ভিন্নরকম। অনন্ত প্রেরণা হয়ে আসে তা তাদের কাছে। ১৯৫০ সালের সেই মারাকানাজো উপাখ্যানের রচয়িতা যে তারাই। ৬৪ বছর পর ব্রাজিলে আরেক বিশ্বকাপে উরুগুয়ের তাই আত্মবিশ্বাসেই মাঠে নামার কথা। কিন্তু শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ফরতালেজায় কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচের আগে অবস্থাটা ঠিক তেমন না। সুয়ারেসের চোটে এলোমেলো উরুগুয়ে শিবির। সদ্য সমাপ্ত ক্লাব মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়ে লিভারপুলের জার্সিতে ৩৩ লিগ ম্যাচে সুয়ারেস করেছিলেন রেকর্ড ৩১ গোল। ৩৮ ম্যাচের ইপিএলে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড। বিশ্বকাপে ইতালি-ইংল্যান্ডের সঙ্গে এক গ্রুপ পড়ে যাওয়াতেও তাই খুব একটা হাহাকার ওঠেনি উরুগুয়েতে। খেলা হবে নিজ মহাদেশে আর চেনা শত্রু ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সুয়ারেস। নকআউট পর্বে যেতে আর কী চাই। কিন্তু বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে সুয়ারেস বাঁ হাঁটুর চোটে পড়লেই সর্বনাশের কারণ হয়ে দাড়ায়। ল্যাটিল আমেরিকান এই দেশটির।, টুর্নামেন্টে আর মাঠে নামা হচ্ছে না তার। পরে তাকে বিশ্বকাপের দলে রেখে দিলেও আজ প্রথম ম্যাচে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না কোচ অস্কার তাবারেস। বিশেষত সামনের দুই ম্যাচের প্রতিপক্ষ যখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। প্রতিপক্ষ হিসেবে কোস্টারিকা তুলনামূলক সহজ। ফুটবল-ঐতিহ্য কিংবা ফুটবলীয় সামর্থ্য, কোনটিতেই উরুগুয়ের ধারে-কাছে নেই তারা। সুয়ারেসের চোট নিয়ে বিশ্বজুড়ে সোরগোল হলেও , কিন্তু একই দুর্ভাগ্যের শিকার তো কোস্টারিকাও। এভারটনে খেলা তাদের সেরা ডিফেন্ডার ব্রায়ান ওভিয়েদো এবং বাছাইপর্বে দলের সর্বোচ্চ গোলদাতা আলভারো সাবোরিও ইনজুরির কারণে ব্রাজিলেই যেতে পারেননি। প্রথম একাদশের রাইটব্যাক হেইনের মোরা গিয়েছিলেন। কিন্তু চোট দুর্ভাগ্যে তাকেও ফিরতে হয়েছে দেশে। হোর্হে লুই পিন্তোকে তাই নড়বড়ে এক একাদশই নামাতে হচ্ছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বিপক্ষে। ওই বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরষ্কার জেতা দিয়েগো ফোরলান থাকছেন আজ উরুগুয়ের একাদশে। তার সঙ্গে এদিনসন কাভানির জুটি কোস্টারিকার রক্ষণ ভেঙেচুরে দিতে সক্ষম। আর সেটি উরুগুয়ের জন্য প্রয়োজনও। ইতালি-ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আছে গোলপার্থক্যে এগিয়ে থাকতে হবে যে। আর চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা সুয়ারেসের জন্য মঞ্চটাও তো প্রস্তুত রাখতে হবে। ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়